বিক্রিয়া তাপ:
সমতাকৃত সমীকরণ অনুযায়ী একটি রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হতে তাপের যে পরিবর্তন হয় তাকে বিক্রিয়া তাপ বলে। বিক্রিয়ার তাপকে ΔH দ্বারা প্রকাশ করা হয়। বিক্রিয়ায় তাপ উৎপাদন হলে ΔH এর মান ঋণাত্মক হয় এবং বিক্রিয়ায় তাপ শোষিত হলে ΔH এর মান ধনাত্মক হয়। যেমন –
N2(g) + 3H2(g) ⇌ 2NH3(g); ΔH= -92kJ
N2(g) + O2(g) ⇌ 2NO(g); ΔH=+180kJ