মিথেন(CH4), অক্সিজেন(O2), প্রোপেন(C3H8) ও বিউটেন(C4H10) গ্যাসের মধ্যে কোনটির ব্যাপন ও নিঃসরণ বেশি হবে?

আমরা জানি, যে গ্যাসের আণবিক ভর যত কম তার ব্যাপন ও নিঃসরণ হার তত বেশি। এখানে,

CH4 আণবিক ভর (12+1×4)=16

O2 আণবিক ভর (16×2)=32

C3H8 আণবিক ভর (12×3+ 1×8)=44

C4H10 আণবিক ভর (12×4+1×10)=58

অর্থাৎ CH4 , O2 , C3H8  এবং C4H10  গ্যাসগুলাের আণবিক ভর যথাক্রমে  16, 32, 44 এবং 58।এই গ্যাসগুলাের মধ্যে CH4 এর আণবিক ভর কম। তাই CH4 এর ব্যাপন হার বেশি হবে ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!