আমরা জানি, যে গ্যাসের আণবিক ভর যত কম তার ব্যাপন ও নিঃসরণ হার তত বেশি। এখানে,
CH4 আণবিক ভর (12+1×4)=16
O2 আণবিক ভর (16×2)=32
C3H8 আণবিক ভর (12×3+ 1×8)=44
C4H10 আণবিক ভর (12×4+1×10)=58
অর্থাৎ CH4 , O2 , C3H8 এবং C4H10 গ্যাসগুলাের আণবিক ভর যথাক্রমে 16, 32, 44 এবং 58।এই গ্যাসগুলাের মধ্যে CH4 এর আণবিক ভর কম। তাই CH4 এর ব্যাপন হার বেশি হবে ।