মোলারিটি কাকে বলে? মোলারিটি কী? মোলারিটি বলতে কী বোঝায়?

মোলারিটি কাকে বলে? মোলারিটি কী? মোলারিটি বলতে কী বোঝায়? এই প্রশ্নগুলোর উত্তর করার সময় ‘কোনো নির্দিষ্ট তাপমাত্রায় ‘এবং ‘1 লিটার দ্রবণের মধ্যে ‘ এই দুটি শর্ত উল্লেখ করতে হবে।

মোলারিটি সংজ্ঞা:

কোনো নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাকে দ্রবণের মোলারিটি বলে । মোলারিটিকে M দ্বারা প্রকাশ করা হয় ।

 

যেমন:  1 মােল NaCl = 58.5 g । একটি নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যদি এক মােল NaCl বা 58.5 g  NaCl দ্রবীভূত থাকে তবে ঐ দ্রবণকে  NaCl এর মােলার দ্রবণ বলে এবং দ্রবণটির মোলারিটি হচ্ছে 1 ।

Leave a Comment

error: Content is protected !!