কীভাবে শতকরা সংযুতি থেকে যৌগের আণবিক সংকেত নির্ণয় করা হয় তা বর্ণনা করো?

শতকরা সংযুতি থেকে যৌগের আণবিক সংকেত নির্ণয়:

কোনাে যৌগের আণবিক সংকেত বের করার জন্য যৌগের শতকরা সংযুতি থেকে প্রথমে স্থূল সংকেত বের করতে হয় । কোনাে যৌগের স্থূল সংকেতের ভর যদি ঐ যৌগের আণবিক ভরের সমান হয় তাহলে যৌগের স্থূল সংকেতই যৌগের আণবিক সংকেত হবে। কিন্তু যদি কোনাে যৌগের স্থূল সংকেতের ভর ঐ যৌগের আণবিক ভরের সমান না হয় তাহলে স্থূল সংকেতের ভর থেকে আণবিক ভর কত গুণ বেশি সেটি বের করতে হয় ।

যদি স্থূল সংকেতের ভর থেকে আণবিক ভর n গুণ বেশি হয় তাহলে

আণবিক সংকেত = (স্থূল সংকেত)n  এখানে, n= 1,2,3…………… ইত্যাদি পূর্ণ সংখ্যা 

বা, আণবিক সংকেতের ভর =(স্থূল সংকেতের ভর )n

বা, আণবিক ভর = (স্থূল সংকেতের ভর )n

বা, n=আণবিক ভর স্থূল সংকেতের ভর

অর্থাৎ আণবিক ভরকে স্থূল সংকেতের ভর দ্বারা ভাগ করে প্রাপ্ত n এর মান দ্বারা স্থূল সংকেতের প্রত্যেক মৌলের পরমাণু সংখ্যাকে গুণ করলে যৌগের আণবিক সংকেত পাওয়া যায়। 

যেমন কোনাে যৌগের C = 92.31%, H = 7.69% দেওয়া আছে। ঐ যৌগের আণবিক ভর = 78 যৌগটির আণবিক সংকেত বের করতে হবে।

মৌলগুলাের শতকরা সংযুতিকে তাদের পারমাণবিক ভর  দিয়ে ভাগ করি 

                               C = 92.3112= 7.69

                                H = 7.691 = 7.69 

ভাগফলগুলাের মধ্য থেকে যে সংখ্যাটি ক্ষুদ্রতম সেই সংখ্যা দিয়ে ভাগফলগুলােকে ভাগ করি।

                               C = 7.697.69= 1

                                H = 7.697.69 = 1

এই মানগুলাে এবং মৌলের প্রতীক দিয়ে সংকেত আকারে লিখলেই স্থূল সংকেত পাওয়া যাবে।

                        অতএব, যৌগটির স্থূল সংকেত = C1H1 = CH

যৌগের স্থূল সংকেত CH হলে এর আণবিক সংকেত হবে: (CH)n = CnHn

স্থূল সংকেত CH এর ভর = 12×1 + 1×1 = 13 এবং আণবিক ভর = 78

আমরা জানি , n=আণবিক ভর ÷ স্থূল সংকেতের ভর=78÷13=6

সুতরাং যৌগটির আণবিক সংকেত = C6H6

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!