যৌগের শতকরা সংযুতি থেকে কীভাবে স্থূল সংকেত নির্ণয় করা যায় তা বর্ণনা কর ।

যৌগের শতকরা সংযুতি থেকে স্থূল সংকেত নির্ণয়:

শতকরা সংযুতি থেকে স্থূল সংকেত বের করার কতকগুলাে ধাপ রয়েছে যা নিম্নে দেওয়া হলাে –

ধাপ 1: মৌলসমূহের শতকরা সংযুতিকে এর পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে ।

ধাপ 2: ভাগফলগুলাের মধ্য থেকে যে সংখ্যাটি ক্ষুদ্রতম সেই সংখ্যা দিয়ে ভাগফলগুলােকে ভাগ করতে হবে এবং ভাগফলগুলােকে নিকটতম পূর্ণসংখ্যায় পরিণত করার জন্য প্রয়ােজনে যেকোনাে সংখ্যা দিয়ে সবগুলােকে গুণ করতে হবে।

ধাপ 3: মৌলসমূহের প্রতীকের নিচে ডান পাশে ঐ পূর্ণসংখ্যাগুলাে বসিয়ে দিলেই স্থূল সংকেত তৈরি হয়ে যাবে।

ধাপ 4: মৌলগুলাের প্রতীকের নিচে ডান পাশে 1 থাকলে সেটি লেখার প্রয়ােজন নেই।

ধরি, কোনাে যৌগে  কার্বনের সংযুতি 92.31% এবং হাইড্রোজেনের সংযুতি 7.69%, যৌগটির স্থূল সংকেত বের করতে হবে।

প্রথমে মৌলগুলাের শতকরা সংযুতিকে তার পারমাণবিক সংখ্যা দিয়ে ভাগ করি

C  = 92.31/12= 7.69

H = 7.69/1=7.69

ভাগফলগুলাের মধ্য থেকে যে সংখ্যাটি ক্ষুদ্রতম সেই সংখ্যা দিয়ে ভাগফলগুলােকে ভাগ করি

C = 7.69/7.69= 1

H = 7.69/7.69= 1

এই মানগুলাে এবং মৌলের প্রতীক দিয়ে সংকেত আকারে লিখলেই স্থূল সংকেত পাওয়া যাবে।

অতএব, যৌগটির স্থূল সংকেত: C1H1 = CH

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!