সাংকেতিক চিহ্ন ও সাংকেতিক চিহ্নবিশিষ্ট পদার্থের উদাহরণ ।

সাংকেতিক চিহ্ন সাংকেতিক চিহ্নবিশিষ্ট পদার্থের উদাহরণ
বিস্ফোরক পদার্থ

বিস্ফোরক পদার্থ (Explosive substance)

টিএনটি(ট্রাই নাইট্রো টলুইন),জৈব পার-অক্সাইড, নাইট্রোগ্লিসারিন ইত্যাদি এ ধরনের বিস্ফোরক পদার্থ।
দাহ্য পদার্থ(Flammable substance)

দাহ্য পদার্থ(Flammable substance)

অ্যালকোহল, ইথার ইত্যাদি দাহ্য পদার্থ। 
বিষাক্ত পদার্থ (Toxic substance)

বিষাক্ত পদার্থ

(Toxic substance)

বেনজিন, ক্লোরােবেনজিন, মিথানল এ ধরনের পদার্থ। 
উত্তেজক পদার্থ (Irritant substance)

উত্তেজক পদার্থ (Irritant substance)

সিমেন্ট ডাস্ট, লঘু এসিড, ক্ষার, নাইট্রাস অক্সাইড ইত্যাদি উত্তেজক পদার্থ 
স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ (Health risk substance)

স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ (Health risk substance)

এ ধরনের পদার্থের উদাহরণ হলাে বেনজিন, টলুইন, জাইলিন ইত্যাদি। 
তেজস্ক্রিয় পদার্থ (Radioactive substance)

তেজস্ক্রিয় পদার্থ (Radioactive substance)

যেমন- ইউরেনিয়াম, রেডিয়াম ইত্যাদি তেজস্ক্রিয় পদার্থ।
পরিবেশের জন্য ক্ষতিকর (Dangerous for environment)

পরিবেশের জন্য ক্ষতিকর (Dangerous for environment)

এ ধরনের পদার্থের উদাহরণ হলাে লেড, মার্কারি ইত্যাদি৷ 
ক্ষত সৃষ্টিকারী (Corrosive)

ক্ষত সৃষ্টিকারী  (Corrosive)

হাইড্রোক্লোরিক এসিড, সালফিউরিক এসিড, সােডিয়াম হাইড্রোক্সাইডের ঘন দ্রবণ এ জাতীয় পদার্থের উদাহরণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!