সাংকেতিক চিহ্ন | সাংকেতিক চিহ্নবিশিষ্ট পদার্থের উদাহরণ |
বিস্ফোরক পদার্থ (Explosive substance) |
টিএনটি(ট্রাই নাইট্রো টলুইন),জৈব পার-অক্সাইড, নাইট্রোগ্লিসারিন ইত্যাদি এ ধরনের বিস্ফোরক পদার্থ। |
দাহ্য পদার্থ(Flammable substance) |
অ্যালকোহল, ইথার ইত্যাদি দাহ্য পদার্থ। |
বিষাক্ত পদার্থ (Toxic substance) |
বেনজিন, ক্লোরােবেনজিন, মিথানল এ ধরনের পদার্থ। |
উত্তেজক পদার্থ (Irritant substance) |
সিমেন্ট ডাস্ট, লঘু এসিড, ক্ষার, নাইট্রাস অক্সাইড ইত্যাদি উত্তেজক পদার্থ |
স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ (Health risk substance) |
এ ধরনের পদার্থের উদাহরণ হলাে বেনজিন, টলুইন, জাইলিন ইত্যাদি। |
তেজস্ক্রিয় পদার্থ (Radioactive substance) |
যেমন- ইউরেনিয়াম, রেডিয়াম ইত্যাদি তেজস্ক্রিয় পদার্থ। |
পরিবেশের জন্য ক্ষতিকর (Dangerous for environment) |
এ ধরনের পদার্থের উদাহরণ হলাে লেড, মার্কারি ইত্যাদি৷ |
ক্ষত সৃষ্টিকারী (Corrosive) |
হাইড্রোক্লোরিক এসিড, সালফিউরিক এসিড, সােডিয়াম হাইড্রোক্সাইডের ঘন দ্রবণ এ জাতীয় পদার্থের উদাহরণ। |