সালফিউরিক এসিডের(H2SO4) আপেক্ষিক আণবিক ভর নির্ণয় কর।

সালফিউরিক এসিডের(H2SO4) আপেক্ষিক আণবিক ভর নির্ণয়:

কোনাে মৌলিক বা যৌগিক পদার্থের অণুতে যে পরমাণুগুলাে থাকে  তাদের আপেক্ষিক পারমাণবিক ভর নিজ নিজ পরমাণু সংখ্যা দিয়ে গুণ করে যােগ করলে প্রাপ্ত যােগফলই হলাে ঐ অণুর আপেক্ষিক আণবিক ভর

H2SO4 এর একটি অণুতে রয়েছে দুইটি H পরমাণু , একটি S পরমাণু  এবং 4টি S পরমাণু। আমরা জানি,

 H এর আপেক্ষিক পারমাণবিক ভর= 1

 S এর আপেক্ষিক পারমাণবিক ভর= 32

 O এর আপেক্ষিক পারমাণবিক ভর= 16

অতএব, H2SO4 এর আপেক্ষিক আণবিক ভর = (1X2+ 32 +4×16) = 98

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!