মৃৎক্ষার ধাতুসমূহের বৈশিষ্ট । পর্যায় সারণির 2 নং গ্রুপ বা শ্রেণির বৈশিষ্টসমূহ

পর্যায় সারণিতে অবস্থিত মৌলসমূহের বিভিন্ন ভৌত ও রাসায়নিক ধর্মের উপর ভিত্তি করে বিভিন্ন গ্রুপের  মৌলগুলাের বিশেষ নাম দেওয়া হয়। যেমন, পর্যায় সারণির 2নং গ্রুপে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম এবং রেডিয়াম এই 6টি মৌল আছে। এই মৌলগুলােকে মৃৎক্ষার ধাতু বলে। অর্থাৎ 2 নং গ্রুপের বিশেষ নাম হলো মৃৎক্ষারধাতু ।

এখানে ক্লিক করে পর্যায় সারণির 1 নং গ্রুপ বা শ্রেণির বৈশিষ্টসমূহ (ক্ষারধাতুসমূহের বৈশিষ্ট ) দেখে নিতে পারো।

 

নিচে পর্যায় সারণির 2 নং গ্রুপ তথা মৃৎক্ষারধাতুসমূহের বৈশিষ্ট উল্লেখ করা হলো:

*** মৃৎক্ষার ধাতুসমূহ মাটিতে বিভিন্ন যৌগ হিসেবে পাওয়া যায় এবং এরা পানির সাথে ধীরে ধীরে বিক্রিয়া করে ধাতব হাইড্রোক্সাইড ও  হাইড্রোজেন গ্যাস তৈরি করে। যেমন, Ca ধাতু পানির সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম  হাইড্রোক্সাইড উৎপন্ন করে।

 Ca + 2H2O  = Ca (OH)2 + H2

 ***2 নং গ্রুপের  মৌলসমূহের  ইলেট্রন বিন্যাস করলে প্রত্যেকের সবচেয়ে বাহিরের সেলে  2 টি করে ইলেক্ট্রন থাকে । 

যেমন,

Be(4)→1s22s2

Mg(12)→1s22s22p63s2

*** মৃৎক্ষারধাতুসমূহ প্রত্যেকে 2টি  করে ইলেকট্রন ত্যাগ করে দ্বি-ধনাত্মক চার্জ যুক্ত আয়ন বা ক্যাটায়ন উৎপন্ন করে। 

যেমন,

Ca -2e  = Ca++

Mg  -2e  = Mg++

এজন্য মৃৎক্ষারধাতুসমূহের জারণ সংখ্যা +2

*** 2 নং গ্রুপের যতই উপর দিক থেকে নিচের দিকে যাওয়া যায় পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে ধাতুসমূহের পরমাণুর আকার/পারমাণবিক ব্যাসার্ধ তত বাড়তে থাকে। ফলে আয়নিকরণ শক্তির , ইলেকট্রন আসক্তি , তড়িৎ ঋণাত্মকতার  মান কম হয়।

*** 2  নং গ্রুপের উপর দিক থেকে নিচের দিকে যাওয়ার সাথে সাথে মৃৎক্ষারধাতুসমূহের সক্রিয়তা বৃদ্ধি পায়।

*** হাইড্রোজেনের সাথে বিক্রিয়া: 

এই গ্রুপের মৌলগুলো হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে ধাতব হাইড্রাইড গঠন করে ।যেমন:

   Ca + H2 = CaH2

**** হ্যালোজেনের সাথে বিক্রিয়া: 

এই গ্রুপের মৌলগুলো হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে ধাতব হ্যালাইড গঠন করে । 

যেমন:  Ca + Cl2 = CaCl2

 *** লঘু  এসিডের সাথে  বিক্রিয়া:

 এই গ্রুপের মৌলগুলো লঘু  এসিডের সাথে  বিক্রিয়া লবণ ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে।

যেমন:   Ca + HCl =  CaCl2 + H2

**** অক্সিজেনের সাথে বিক্রিয়া:

গ্রুপ 2 এর মৌলগুলো দহন বিক্রিয়া দেয় এবং অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ধাতব অক্সাইড উৎপন্ন করে । যেমন:

2Mg + O2 = 2MgO 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!