পরীক্ষাগারে 250mL 0.1M Na2CO3 দ্রবণ প্রস্তুতি বর্ণনা কর ।

250mL 0.1M Na2CO3 দ্রবণ প্রস্তুতি:

একটি 250 মিলি আয়তনিক ফ্লাস্কে 0.1 মােলার সােডিয়াম কার্বনেটের দ্রবণ তৈরি করার জন্য প্রয়ােজনীয় পরিমাণ Na2CO3 এর হিসাব:

এখানে, V= 250 মিলিলিটার, S= 0.1 মোলার,  M= 23×2+12+16×3=106,  w=?

আমরা জানি,       W =\frac{SVM}{100}

                             =\frac{0.1 \times 250 \times 106}{1000} g

                            =2.65 g 

একটি পরিষ্কার 250mL আয়তনিক ফ্লাস্কে 2.65 গ্রাম সােডিয়াম কার্বনেট মেপে নিয়ে তার মধ্যে বিশুদ্ধ পানি (পাতিত পানি) যােগ করে দ্রবণের আয়তন 250 মিলিলিটার পূর্ণ করি। তাহলে 250mL 0.1M Na2CO3 দ্রবণ প্রস্তুত হয়ে যাবে। 

বর্ণনা : একটি পরিষ্কার 250 মিলি আয়তনিক ফ্লাস্কের মুখে একটি পরিষ্কার ফানেল বসাই । তারপর রাসায়নিক নিক্তি ও ১টি  শুষ্ক ওজন বােতলের সাহায্যে 2.65g Na2CO3 মেপে নিয়ে ফানেলের মধ্য দিয়ে আয়তনিক ফ্লাস্কে ঢেলে নিই এবং ওয়াশ বােতল থেকে পাতিত পানি ফানেলের মাধ্যমে আয়তনিক ফ্লাস্কে  আস্তে আস্তে যােগ করি । অর্ধেক পানি ঢালার পর আয়তনিক ফ্লাস্কের  মুখের ছিপি আটকিয়ে আয়তনিক ফ্লাস্ক  ঝাঁকিয়ে সােডিয়াম কার্বনেটকে সম্পূর্ণভাবে দ্রবীভূত করি । এরপর আরাে পানি যােগ করে আয়তনিক ফ্লাস্কের 250 mL দাগ পর্যন্ত পানি দ্বারা পূর্ণ করি ।এভাবে 250mL 0.1M Na2CO3 দ্রবণ প্রস্তুত করা হয় ।

সতর্কতা:

  1. শুষ্ক ও বিশুদ্ধ সােডিয়াম কার্বনেট নেওয়া।
  2. শুষ্ক ওজন বােতল নেওয়া।
  3. বিশুদ্ধ পানি অর্থাৎ পাতিত পানি আয়তনিক ফ্লাস্কে যােগ করা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!