29 Cu এর ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মে করা যায় না -ব্যাখ্যা কর। কপারের ইলেকট্রন বিন্যাস ব্যাখ্যা কর। কপার পরমাণুর ইলেকট্রন বিন্যাসে সাধারণ নিয়মের ব্যতিক্রম ঘটে কেন?

আমরা জানি, একই উপশক্তিস্তর p ও d এর অরবিটালগুলাে অর্ধেক পূর্ণ (p3, d5) বা সম্পূর্ণরূপে পূর্ণ (p6, d10) হলে সে ইলেকট্রন বিন্যাস সুস্থিত হয়। 

 সাধারণ নিয়ম অনুযায়ী কপার এর ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ:

29Cu → 1s2 2s2 2p6 3s2 3p6 3d9 4s 2

কিন্তু প্রকৃতপক্ষে কপার এর ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ:  29Cu → 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s1    কারণ অর্ধপূর্ণ বা পূর্ণ উপশক্তিস্তর অধিক স্থিতিশীল। d উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকটন ধারণ ক্ষমতা 10 টি কপারের সর্ববহিঃস্থ শক্তিস্তরের 3d । উপশক্তিস্তরে 9টি ইলেকট্রন বিদ্যমান। অধিক স্থিতিশীলতা অর্জনের জন্য 4s থেকে 1টি ইলেকট্রন 3d তা যায় । তাই 29Cu এর ইলেক্ট্রন বিন্যাস সাধারণ নিয়মে করা যায় না।

বোর মডেল অনুসারে পরমাণুর গঠন  চিত্র বা ডায়াগ্রামের সাহায্যে পরমাণুর ইলেকট্রন বিন্যাস

 

উপশক্তিস্তরে (অরবিটালসমূহে ) ১-১১৮ পর্যন্ত মৌলের সঠিক ইলেক্ট্রন বিন্যাস

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!