একটি পরীক্ষার মাধ্যমে দেখা গেল 3 গ্রাম কার্বন পরমাণু এবং ৪ গ্রাম অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করেছে। সেই যৌগের স্থূল সংকেত বের করাে। আণবিক সংকেত ও বের করাে।

আমরা জানি, কার্বনঅক্সিজেনের পারমাণবিক ভর যথাক্রমে 12 ও 16। 

কার্বন ডাই অক্সাইডে,

 কার্বনের মােল সংখ্যা = 3 ÷ 12 = 0.25

অক্সিজেনের মােল সংখ্যা =৪ ÷ 16 =0.5

প্রাপ্ত ভাগফলগুলাের মধ্য ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগফলগুলােকে ভাগ করে পাই,

 কার্বনের মােল সংখ্যা = 0.25  ÷0.25 =

অক্সিজেনের মােল সংখ্যা = 0.5  ÷0.25 = 2

সুতরাং কার্বন ডাই অক্সাইডে কার্বনঅক্সিজেনের মােল সংখ্যার অনুপাত = 1:2 । অতএব, কার্বন ডাই অক্সাইডের স্থূল সংকেত CO

(যেহেতু কার্বন ডাই অক্সাইডের স্থূল সংকেত ও আণবিক সংকেত একই। সুতরাং কার্বন ডাই অক্সাইডের আণবিক সংকেত CO2 )

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!