A নামক একটি মৌলের দুটি আইসােটোপ xAএবং yA এবং এদের প্রকৃতিতে পর্যাপ্ততার শতকরা পরিমাণ যথাক্রমে c% এবং d% ।মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর কত?

আমরা জানি, কোনাে মৌলের প্রত্যেকটি আইসােটোপের ভর সংখ্যা এবং প্রকৃতিতে প্রাপ্ত ঐ আইসােটোপের শতকরা পরিমাণ গুণ দিয়ে প্রাপ্ত গুণফলগুলােকে যােগ করে  100 দ্বারা ভাগ করলেই ঐ মৌলের গড় আপেক্ষিক ভর পাওয়া যাবে। 

গড় আপেক্ষিক পরমাণবিক ভর 

= =\frac{আইসােটোপের ভর \times আইসােটোপের শতকরা পরিমাণ + আইসােটোপের ভর \times আইসােটোপের শতকরা পরিমাণ}{100}

অর্থাৎ গড় আপেক্ষিক পরমাণবিক ভর = \frac{(x \times c )+(y \times d)}{100}

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!