অ্যালুমিনিয়াম অক্সাইড হাইড্রোক্লোরিক এসিডের সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ও পানি উৎপন্ন হয়।
Al2O3 + HCl → AlCl3 + H2O
এই সমীকরণে সমতা নেই। Al কে সমান করার জন্য ডান পাশে AlCl3 কে 2 দিয়ে গুণ করাে।
Al2O3 + HCl → 2AlCl3 + H2O
এখনাে সমতা হয়নি। Cl এর সমতাকরণের জন্য বাম পাশে HCl কে 6 দিয়ে গুণ দাও।
Al2O3 + 6HCl → 2AlCl3 + H2O
এখনাে সমতা হয়নি। বাম পাশে অক্সিজেন (O) আছে তিনটি। ডান পাশে অক্সিজেন (O) আছে 1টি। বাম পাশে H আছে ছয়টি। ডান পাশে H আছে দুটি। সমতাকরণের জন্য ডান পাশের H2O কে 3 দিয়ে গুণ করি।
Al2O3 + 6HCl → 2AlCl3 + 3H2O
এবারে সমতা হয়ে গেছে।
Al2O3 + 6HCl = 2AlCl3 + 3H2O