FeCl3 এর জলীয় দ্রবণ অম্লীয়:
সবল বা তীব্র বা শক্তিশালী এসিড ও মৃদু বা দুর্বল ক্ষার বা ক্ষারকের বিক্রিয়ায় উৎপন্ন লবণের জলীয় দ্রবণ অম্লীয় প্রকৃতির হয়।প্রদত্ত লবণটি মৃদু ক্ষারক Fe(OH)3 এবং তীব্র এসিড HCl এর প্রশমন বিক্রিয়ার ফলে FeCl3 লবণ উৎপন্ন হয়।
Fe(OH)3 + 3HCl → FeCl3 + 3H2O
আয়নিক যৌগ FeCl3 জলীয় দ্রবণে আর্দ্র বিশ্লেষিত হয়ে দূর্বল ক্ষারক Fe(OH)3 এর শক্তিশালী এসিড HCl উৎপন্ন করে।
FeCl3 + 3H2O → Fe(OH)3 +3HCl
উৎপন্ন HCl তীব্র এসিড হওয়ায় জলীয় দ্রবণে প্রায় সম্পূর্ণরূপে বিয়ােজিত হয় এবং সামান্য অংশই অবিয়ােজিত থাকে। অন্যদিকে, উৎপন্ন ক্ষারক Fe(OH)3 দূর্বল হওয়ায় জলীয় দ্রবণে সামান্য অংশই অর্থাৎ আংশিকভাবে বিয়ােজিত হয় এবং অধিকাংশই অবিয়ােজিত থাকে।
HCl → H+ + Cl– (প্রায় সম্পূর্ণ বিয়ােজিত)
Fe(OH)3 ⇌ Fe3+ + OH–(আংশিকভাবে বিয়ােজিত)
এর ফলে দ্রবণে এসিডের OH– আয়ন অপেক্ষা H+ আয়নের আধিক্য ঘটে এবং দ্রবণের PHএর মান 7 এর চেয়ে কম হয়। অর্থাৎ FeCl3 এর জলীয় দ্রবণ অম্লীয় হয়।