H+ আয়নের ঘনমাত্রা যত বেশি হবে pH এর মান তত কমতে থাকবে কেন ?

আমরা জানি,   1 লিটার বিশুদ্ধ পানিতে H+ এর পরিমাণ 10-7 মােল।

যদি বিশুদ্ধ পানিতে এসিড যােগ করা হয় এবং এসিড যােগের কারণে যদি H+ এর সংখ্যা 10 গুণ বেড়ে গিয়ে প্রতি লিটারে 10-6 মােল হয়, তাহলে দ্রবণের pH কমে যাবে।

pH = -log[10-6] = 6

H+ আয়নের ঘনমাত্রা যত বেশি হবে pH এর মান তত কমতে থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!