আমরা জানি, যে গ্যাসের আণবিক ভর যত কম তার ব্যাপন হার তত বেশি।
H2 আণবিক ভর (1×2)=2
He আণবিক ভর (1×4)=4
N2 আণবিক ভর (14×2)=28
O2 আণবিক ভর (16×2)=32
CO2আণবিক ভর (12+16×2)=44
অর্থাৎ H2, He, N2, O2 এবং CO2 গ্যাসগুলাের আণবিক ভর যথাক্রমে 2, 4, 28, 32 এবং 44। এই গ্যাসগুলাের মধ্যে H2 এর আণবিক ভর কম। তাই H2 এর ব্যাপন হার বেশি হবে এবং CO2 এর আণবিক ভর বেশি, কাজেই CO2 এর ব্যাপন হার কম হবে।