H2SO4 ও HCIO4 এর মধ্যে কোনটি তীব্র এসিড ?

H2SO4 অপেক্ষায় HClO4 অধিক তীব্রতর:

 

আমরা জানি, অক্সি এসিডসমূহের অর্থাৎ অক্সিজেন পরমাণুযুক্ত এসিডসমূহের কেন্দ্রীয় পরমাণুর ধনাত্মক জারণ সংখ্যা যত বেশি ঐ এসিডের তীব্রতা তত বেশি হয়। এখানে H2SO4 এসিডের কেন্দ্রীয় পরমাণু সালফার (S) এর জারণ সংখ্যা হলাে : + 6  । কিন্তু HCIO4  এসিডের কেন্দ্রীয় পরমাণু ক্লোরিন (CI )এর জারণ সংখ্যা হলাে :+7 

 HCIO4 >H2SOতাই বলা যায়, H2SO4 অপেক্ষায় HClO4 অধিক তীব্রতর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!