যে রাসায়নিক বিক্রিয়ায় একটি এসিড ও একটি ক্ষার পরস্পরের সাথে বিক্রিয়া করে প্রশমিত হয়ে লবণ ও পানি উৎপন্ন করে, তাকে প্রশমন বিক্রিয়া বলে। প্রদত্ত বিক্রিয়াটি HCl(aq) + NaOH(aq) → NaCl(aq) + H2O(l). এই বিক্রিয়ায় HCl ও NaOH পরস্পরের সাথে বিক্রিয়া করে NaCl লবণ ও পানি উৎপন্ন করে। তাই এটি একটি প্রশমন বিক্রিয়া।
যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রনের আদান-প্রদান ঘটে না অর্থাৎ কোনাে পরমাণুর জারণ সংখ্যার হ্রাস বা বৃদ্ধি ঘটে না, তাকে নন-রেডক্স বিক্রিয়া বলে । প্রদত্ত বিক্রিয়ায় ইলেকট্রনের আদান-প্রদান ঘটে না । তাই এটি একটি নন-রেডক্স বিক্রিয়া।
প্রকৃতপক্ষে এই প্রশমন বিক্রিয়ায় এসিড হাইড্রোজেন আয়ন (H+) সরবরাহ করে এবং ক্ষার হাইড্রোক্সাইড আয়ন (OH–) সরবরাহ করে। এরপর উক্ত আয়ন দুটি পরস্পরের সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন করে। NaCl জলীয় দ্রবণে Na+ এবং Cl– আয়ন হিসেবে থাকে।
H+(aq) + Cl– (aq) + Na+ (aq) + OH– (aq) → Na+ (aq) + Cl– (aq) + H2O(l )
এই দ্রবণে উপস্থিত Na+ ও Cl– আয়নদ্বয় বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এদেরকে দর্শক আয়ন বলে। প্রশমন বিক্রিয়ার প্রকৃত সমীকরণ হলাে:
H+ + OH– → H2O + 57.34 kJ
সুতরাং প্রশমন বিক্রিয়া বলতে আমরা H+ আয়ন ও OH– আয়নের সহযােগে পানি উৎপন্ন করার বিক্রিয়াকে বুঝায় । এক্ষত্রে বিক্রিয়ার আগে অর্থাৎ বিক্রিয়ক অংশে ও বিক্রিয়ার পরে অর্থাৎ উৎপাদ অংশে H, Cl Na ও OH এর চার্জ সংখ্যার কোনো পরিবর্তন হয় না। সুতরাং এক্ষত্রে কোনো ইলেকট্রনের আদান-প্রদান ঘটে না অর্থাৎ কোনাে পরমাণুর জারণ সংখ্যার হ্রাস বা বৃদ্ধি ঘটে না। সুতরাং এটি একটি নন-রেডক্স বিক্রিয়া ।
যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাদের তাপােৎপাদী বিক্রিয়া বলে। আবার যে রাসায়নিক বিক্রিয়ায় একটি এসিড ও একটি ক্ষার পরস্পরের সাথে বিক্রিয়া করে প্রশমিত হয়ে লবণ ও পানি উৎপন্ন করে, তাকে প্রশমন বিক্রিয়া বলে।
প্রদত্ত বিক্রিয়াটি HCl(aq) + NaOH(aq) → NaCl(aq) + H2O(l)
এই বিক্রিয়ায় HCl ও NaOH পরস্পরের সাথে বিক্রিয়া করে NaCl লবণ ও পানি উৎপন্ন করে আবার সাথে তাপও উৎপন্ন করে। তাই এটি একটি প্রশমন বিক্রিয়া আবার যেহেতু এই বিক্রিয়ায় তাপও উৎপন্ন হয় সুতরাং ইহা একটি তাপােৎপাদী বিক্রিয়াও বটে ।
প্রশমন বিক্রিয়ায় সর্বদাই তাপ উৎপন্ন হয়। এসিড ও ক্ষার উভয়ই তীব্র হলে এই তাপের মান হয় H = -57.34 kJ। সুতরাং প্রদত্ত বিক্রিয়াটি একটি তাপােৎপাদী বিক্রিয়া ।