(i) FeCl3 + 3H2O → Fe(OH)3 + 3HCl ( ii) CaCl2 + 6H2O → CaCl2.6H2O উভয় বিক্রিয়া পানির উপস্থিতিতে সংঘটিত হলেও বিক্রিয়ার ধরণ ভিন্ন- কারণ বিশ্লেষণ কর। পানিযােজন বিক্রিয়া ও আর্দ্র বিশ্লেষণ বা পানি বিশ্লেষণ বিক্রিয়া এক নয় কেন? ব্যাখ্যা কর। আর্দ্র বিশ্লেষণ বা পানি বিশ্লেষণ বিক্রিয়া ও পানিযােজন বিক্রিয়ার মধ্যে পার্থক্য নির্ণয় কর।

( i) FeCl3 + 3H2O → Fe(OH)3 + 3HCl ( ii) CaCl2 + 6H2O → CaCl2.6H2O উভয় বিক্রিয়া পানির উপস্থিতিতে সংঘটিত হলেও বিক্রিয়ার ধরণ ভিন্ন:

প্রদত্ত বিক্রিয়া দুটি পানির উপস্থিতিতে সংঘটিত হলেও বিক্রিয়া দুটি দুই ধরণের। 

(i) নং বিক্রিয়াটি নিম্নরূপ 

FeCl3 + 3H2O → Fe(OH)3 + 3HCl

বিক্রিয়াটি একটি আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। কারণ আমরা জানি, কোনাে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক হিসেবে পানি অন্য কোনাে যৌগের সাথে বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন করলে তাকে আর্দ্র বিশ্লেষণ বা পানি বিশ্লেষণ বিক্রিয়া বলে।

(i) নং বিক্রিয়াটিতে FeCl3 এর সাথে H2O এর বিক্রিয়ায় Fe(OH)3 ও HCI উৎপন্ন হয়েছে। এক্ষেত্রে FeCl3 যৌগের Fe3+ আয়ন পানির OH আয়ন এর সাথে এবং Cl আয়ন পানির H+ আয়ন এর সাথে বিক্রিয়া করেছে  । সুতরাং এটি একটি আর্দ্র  বিশ্লেষণ বিক্রিয়া বা পানি বিশ্লেষণ বিক্রিয়া ।

(ii) নং বিক্রিয়াটি নিম্নরূপ:

CaCl2 + 6H2O → CaCl2.6H2O

বিক্রিয়াটি একটি পানিযােজন বিক্রিয়া। কারণ আমরা জানি,যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো আয়নিক যৌগ কেলাস বা স্ফটিক গঠনের জন্য এক বা একাধিক পানির অণুর সাথে যুক্ত হয় তাকে পানিযােজন বিক্রিয়া বলে। বিক্রিয়াটিতে ক্যালসিয়াম ক্লোরাইড (CaCl2 )এর সাথে 6 অণু পানি (H2O) যুক্ত হয়ে হেক্সাহাইড্রেট ক্যালসিয়াম ক্লোরাইড (CaCl2.6H2O) এর কেলাস গঠন করেছে । সুতরাং এটি একটি পানিযোজন বিক্রিয়। অতএব, উপরিউক্ত আলোচনার থেকে  বলা যায় যে, উভয় বিক্রিয়া-পানির উপস্থিতিতে সংঘটিত হলেও বিক্রিয়া দুটি  ভিন্ন ধরণের ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!