N2(g) + 3H2(g) = 2NH3(g) ΔH = – 92 KJ বিক্রিয়াটির সাম্যাবস্থার উপর তাপমাত্রা, চাপ ও ঘনমাত্রার প্রভাব আলােচনা করো ।

রাসায়নিক বিক্রিয়ার  সাম্যাবস্থার উপর তাপমাত্রা, চাপ ও ঘনমাত্রার প্রভাব:

সাম্যাবস্থার উপর তাপের প্রভাব:

N2 + 3H2  ⇆  2NH3 + 92 kJ  বা N2 + 3H2  ⇆  2NH; ΔH= – 92 KJ

এই উভমুখী বিক্রিয়ার সম্মুখমুখী অংশটি তাপ উৎপাদী, অর্থাৎ এই অংশে N2 এবং H2 বিক্রিয়া করে NH3 উৎপন্ন হওয়ার সময় বিক্রিয়াটি তাপ উৎপাদন করে। এই বিক্রিয়ার বিপরীতমুখী অংশটি তাপহারী, অর্থাৎ NH3 কে ভেঙ্গে N2 এবং H2 উৎপন্ন করার সময় তাপ শােষিত হয়, কাজেই এর জন্য তাপ প্রয়ােগ করতে হয়।

লা-শাতেলিয়ার নীতি অনুযায়ী কোনো উভমুখী বিক্রিয়ায় তাপ প্রয়ােগ করা হলে তাপ বৃদ্ধিজনিত ফলাফল প্রশমিত হতে হবে। তাপ প্রয়ােগ করা হলে যদি সম্মুখমুখী তাপ উৎপাদী বিক্রিয়াটি বৃদ্ধি পায় তা হলে আরাে বেশি তাপ উৎপাদিত হবে এবং ফলাফল প্রশমিত না হয়ে আরাে বৃদ্ধি পাবে। যদি বিপরীতমুখী তাপহারী বিক্রিয়াটি বৃদ্ধি পায় তাহলে সেটি তাপ শােষণ করে তাপ বৃদ্ধিজনিত ফলাফল প্রশমিত করবে। 

সুতরাং লা-শাতেলিয়ার নীতি অনুযায়ী আমরা বলতে পারি, কোনো তাপ উৎপাদী বিক্রিয়ায়  তাপমাত্রা বৃদ্ধি করা হলে বিপরীতমুখী তাপহারী বিক্রিয়াটি বৃদ্ধি পাবে অর্থাৎ বিক্রিয়াটি পিছনের দিকে যায় । অন্যভাবে বলা যায়, তাপােৎপাদী বিক্রিয়ায় তাপ প্রয়ােগ করলে সাম্য ডান দিক থেকে বাম দিকে সরে যায় অর্থাৎ উপরিউক্ত বিক্রিয়ায় NH3 ভেঙ্গে N2 ও H2 উৎপন্ন করে।

একই যুক্তিতে আমরা বলতে পারি, কোনো তাপ উৎপাদী বিক্রিয়ার সাম্যাবস্থায় তাপমাত্রা হ্রাস করা হলে সম্মুখমুখী তাপ উৎপাদী বিক্রিয়াটি বৃদ্ধি পাবে এবং তাপ হ্রাসজনিত ফলাফল প্রশমিত করবে। অর্থাৎ সাম্য বাম দিক থেকে ডান দিকে সরে যাবে। অর্থাৎ  উপরিউক্ত বিক্রিয়ায়  N2 এবং H2 বিক্রিয়া করে NH3 উৎপন্ন হবে ।

সাম্যাবস্থার উপর চাপের প্রভাব:

যেসকল বিক্রিয়ায় বিক্রিয়ক ও উৎপাদের মধ্যে যেকোনাে একটি গ্যাসীয় বা সবই গ্যাসীয় অবস্থায় থাকে সেসব বিক্রিয়ায় সাম্যাবস্থার উপর চাপের প্রভাব থাকে। সাম্যাবস্থায় বিক্রিয়কের মােট মােল সংখ্যা এবং উৎপাদের মােট মােল সংখ্যার পরিবর্তন হলে সাম্যাবস্থার উপর চাপের প্রভাব থাকবে। যেমন:

N2(g) + 3H2(g)  ⇄  2NH3(g)

লা-শাতেলিয়ার নীতি অনুসারে সাম্যাবস্থায় চাপ প্রয়ােগ করা হলে চাপ বৃদ্ধিজনিত ফলাফল প্রশমিত হতে হবে। একই আয়তনে গ্যাসের মােল সংখ্যা বেশি হলে চাপ বেশি হয় এবং মােল সংখ্যা কম হলে চাপ কম হয়। উপরের উভমুখী বিক্রিয়ায় বাম দিকে গ্যাসীয় উৎপাদে মােল সংখ্যা বেশি (1+3 = 4) এবং ডান দিকে কম (2)। সুতরাং সাম্যাবস্থায় চাপ বৃদ্ধি করলে  চাপ বৃদ্ধিজনিত ফলাফল প্রশমিত করার জন্য বিক্রিয়াটির গ্যাসীয় উপাদান বেশি মােল থেকে কম মােলের দিকে যেতে হবে। অর্থাৎ বিক্রিয়ার সম্মুখমুখী অংশটি বৃদ্ধি পেয়ে N2 ও H2 বিক্রিয়া করে NH3 উৎপন্ন করবে।

অন্যভাবে বলতে পারি, বেশি মােল থেকে কম মােলের দিকে সাম্য সরে যাবে। আবার সাম্যাবস্থায় চাপ কমিয়ে দিলে লা-শাতেলিয়ার নীতি অনুসারে চাপ হ্রাসজনিত ফলাফল প্রশমিত করার জন্য বা চাপ বাড়ানাের জন্য কম মােল থেকে বেশি মােলের দিকে সাম্য সরে যাবে। অর্থাৎ  উপরিউক্ত বিক্রিয়ায় NH3 ভেঙ্গে N2 ও H2 উৎপন্ন করবে ।                         

সাম্যাবস্থার উপর ঘনমাত্রার প্রভাব:

সকল বিক্রিয়ার সাম্যাবস্থার উপর বিক্রিয়কের ঘনমাত্রার প্রভাব রয়েছে। বিক্রিয়ার সাম্যাবস্থায় যে কোনাে একটি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে লা-শাতেলিয়ার নীতি অনুসারে বিক্রিয়কের ঘনমাত্রা কমিয়ে পরিবর্তনের ফলাফলকে প্রশমিত করার জন্য উৎপাদের পরিমাণ বৃদ্ধি হতে হবে। আমরা বলতে পারি, এখানে বিক্রিয়ার সাম্যাবস্থা ডান দিকে অগ্রসর হয়। সুতরাং প্রদত্ত বিক্রিয়ার সাম্যাবস্থায় N2 বা H2 এর ঘনমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়ার সাম্যাবস্থা ডান দিকে সরে গিয়ে ঘনমাত্রা বৃদ্ধির  ফলাফল প্রশমিত করে। অর্থাৎ N2 ও H2 বিক্রিয়া করে NH3 উৎপন্ন করবে। 

একইভাবে বিক্রিয়ার সাম্যাবস্থায় যেকোনাে একটি উৎপাদের ঘনমাত্রা বাড়ানাে হলে উৎপাদের পরিমাণ কমানাের জন্য বিক্রিয়াটি বিপরীত দিকে ঘটতে থাকে এবং বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি হতে থাকে। অন্যভাবে বলতে পারি, সাম্যাবস্থা বাম দিকে অগ্রসর হয়। অর্থাৎ প্রদত্ত  বিক্রিয়ার সাম্যাবস্থায় NH3 ঘনমাত্রা বৃদ্ধি করলে উৎপাদের পরিমাণ কমানাের জন্য বিক্রিয়াটি বিপরীত দিকে ঘটতে থাকে অর্থাৎ NH3 ভেঙ্গে N2 ও H2 উৎপন্ন করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!