PH4+ এ P এর জারণ সংখ্যা বা জারণ মান নির্ণয় কর।

PH4+ এ P এর জারণ সংখ্যা বা জারণ মান নির্ণয়:

ধরি, PH4+  এ P এর জারণ সংখ্যা= x

                     H এর জারণ সংখ্যা = +1

 

আমরা জানি, আধানবিশিষ্ট আয়নে বা যৌগমূলকে পরমাণুসমূহের মােট জারণ সংখ্যা আধান সংখ্যার সমান হয়। যেহেতু PH4+ আধানবিশিষ্ট আয়ন, তাই এই আয়নে পরমাণুসমূহের মােট জারণ সংখ্যা আধান সংখ্যার সমান।

অতএব, x +(+1×4)= +1

বা,   x +4= +1

বা, x= +1-4

বা, x=-3

∴P এর জারণ সংখ্যা=-3

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!