অ্যামােনিয়াম লবণের সাথে ক্ষারের বিক্রিয়া ব্যাখ্যা করো।

একটি পাত্রে অ্যামােনিয়াম ক্লোরাইড (NH4Cl) নিয়ে এর মধ্যে ক্ষার (NaOH) যােগ করলে অ্যামােনিয়া গ্যাস (NH3) সােডিয়াম ক্লোরাইড (NaCl) লবণ এবং পানি (H2O) উৎপন্ন হয়।

NH4Cl + NaOH → NH3 + NaCl + H2O

অ্যামােনিয়াম লবণের সাথে ক্ষারের একটি বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া আছে। যেকোনাে অ্যামােনিয়াম লবণের সাথে ক্ষার বিক্রিয়া করে NH3 গ্যাস উৎপন্ন করে। যেমন:

NH4Cl + KOH → NH3 + KCl + H2O

2NH4Cl + Ca(OH)2 → 2NH3 + CaCl2 + 2H2O

2NH4Cl+ CaO → 2NH3 + CaCl2 + H2O

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!