এসিড বিয়োজনের ক্ষেত্রে একমুখী বা উভমূখী তীর চিহ্ন ব্যবহার করা হয় কেন ?

তীব্র এসিড বা সবল এসিড বিয়ােজন বােঝাতে একটিমাত্র তীর চিহ্ন(→) ব্যবহার করা হয়। যেমন-HCl ও H2SO4 এর ক্ষেত্রে একটিমাত্র তীর চিহ্ন ব্যবহার করা হয় । এর অর্থ হলাে HCl ও H2SO4 পানিতে সম্পূর্ণ (100%) বিয়ােজিত হয়।

HCl + H2O → H+(aq) + Cl(aq)

H2SO4 + H2O → 2H+(aq) + SO42-(aq)

অপরদিকে, মৃদু এসিড বা দুর্বল এসিড বিয়ােজন বােঝাতে  উভমুখী তীর চিহ্ন (⇆) ব্যবহার করা হয় । যেমন- CH3COOH ও H2CO3 এর বিয়ােজন বােঝাতে উভমুখী তীর চিহ্ন (⇆) ব্যবহার করা হয় অর্থাৎ এরা পানিতে আংশিক বিয়ােজিত হয়।

H2CO3(aq) ⇆ 2H+(aq) + CO32-(aq)

CH3COOH(aq) ⇆ H+(aq) + CH3COO(aq)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!