কীভাবে এসিড বৃষ্টির উদ্ভব হয়?

বায়ুর CO2, NO2 এবং SO2 জলীয়বাষ্পের সাথে বিক্রিয়া করে যথাক্রমে H2CO3, HNO3, ও H2SO4 গঠন করে।

SO2+ H2O → H2SO3

SO3 + H2O → H2SO4

2NO2 + H2O → HNO3 + HNO2

CO2 + H2O → H2CO3

গঠিত এসিডগুলাে বৃষ্টিপাতের সময় বৃষ্টির সাথে মিশে এসিড বৃষ্টি রূপে ভূপৃষ্ঠে পতিত হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!