কীভাবে কোনো পরমাণুর নিউট্রন সংখ্যা নির্ণয় করা হয়?

মৌলের নিউট্রন সংখ্যা নির্ণয়:

আমরা জানি, কোনাে মৌলের একটি পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রােটনের সংখ্যাকে ঐ মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয়।

অর্থাৎ প্রােটন সংখ্যা= পারমাণবিক সংখ্যা

প্রােটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যাকে Z দিয়ে প্রকাশ করা হয়। 

আবার, কোনাে পরমাণুর নিউক্লিয়াসে  অবস্থিত প্রােটন ও নিউট্রন সংখ্যার যােগফলকে ঐ পরমাণুর ভরসংখ্যা বলে।

 অর্থাৎ  ভরসংখ্যা = প্রােটন সংখ্যা +  নিউট্রন সংখ্যা । ভরসংখ্যাকে A দিয়ে প্রকাশ করা হয়।

যেহেতু ভরসংখ্যা হলাে প্রােটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার যােগফল । সুতরাং  ভরসংখ্যা থেকে প্রােটন সংখ্যা বিয়ােগ করলে নিউট্রন সংখ্যা পাওয়া যায়।

অর্থাৎ  নিউট্রন সংখ্যা =  ভরসংখ্যা- প্রােটন সংখ্যা অথবা A – Z

যেমন-সােডিয়ামের (Na) ভরসংখ্যা হলাে 23, এর প্রােটন সংখ্যা 11 । সুতরাং 

সােডিয়ামের নিউট্রন সংখ্যা = ভরসংখ্যা- প্রােটন সংখ্যা

বা, সােডিয়ামের নিউট্রন সংখ্যা =23 -11 = 12 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!