গড় আপেক্ষিক পরমাণবিক ভর ও শতকরা পরিমাণ নির্ণয় সম্পর্কিত গাণিতিক সমস্যা ও সমাধান।

গড় আপেক্ষিক পরমাণবিক ভর নির্ণয় কর। 

প্রকৃতিতে প্রাপ্ত আইসোটোপের শতকরা পরিমাণ নির্ণয় ।

1) 

10  পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের তিনটি আইসোটোপের ভরসংখ্যা যথাক্রমে 20, 21 ও 22। এদের প্রকৃতিতে প্রাচুর্যতার শতকরা পরিমাণ যথাক্রমে 90.92%, 0.25% ও 8.82%। মৌলটির গড় পারমাণবিক ভর কত?

উঃ 20.18

2)

হাইড্রোজেনের দুটি আইসোটোপ 11H ও  12H এর প্রকৃতিতে প্রাচুর্যতার শতকরা পরিমাণ যথাক্রমে 99.2%, ও 0.80%  হলে মৌলটির গড় পারমাণবিক ভর কত?

উঃ 1.008

3)

প্রকৃতিতে ক্লোরিনের 2টি আইসােটোপ আছে 35Cl এবং 37Cl । ক্লোরিনের গড় আপেক্ষিক পরমাণবিক ভর =35.5 । প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ নির্ণয় করো।

উঃ 75% এবং 25%

4)

প্রকৃতিতে বোরন এর দুটি আইসােটোপ আছে 510B এবং 511B । বোরন এর আইসোটোপসমূহের প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ যথাক্রমে  20%  ও 80%  হলে গড় আপেক্ষিক পরমাণবিক ভর নির্ণয় করো।

উঃ 10.80

5)

প্রকৃতিতে ক্লোরিনের 2 টি আইসোটোপ আছে 35Cl এবং 37Cl । প্রকৃতিতে প্রাপ্ত 37Cl  এর শতকরা পরিমাণ 25%হলে ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর কত?

উঃ 35.5

6)

আইসোটোপ প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ 
816O 99.76%
817O 0.037%
818O 0.204%

অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর কত? 

 উঃ 16

7)

S  এর আপেক্ষিক পারমাণবিক ভর 32.08 ।  মৌলটির দুটি আইসােটোপ 1632S  এবং  1634S হলে প্রকৃতিতে প্রাচুর্যতার শতকরা পরিমাণ হিসাব কর ।

উঃ 96% ও  4%

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!