রাসায়নিক সাম্যাবস্থা একটি গতিময় অবস্থা-ব্যাখ্যা কর। রাসায়নিক সাম্যাবস্থাকে গতিময় বা গতিশীল বা চলমান সাম্যাবস্থা বলা হয় কোনো ?

রাসায়নিক সাম্যাবস্থা একটি গতিময় বা গতিশীল বা চলমান অবস্থা:

 

কোনো রাসায়নিক বিক্রিয়ার যে অবস্থায় সম্মুখবর্তী বিক্রিয়ায় হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ায় হার সমান হয়ে যায় সেই অবস্থাকে উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থা বলা হয়।

কোনো রাসায়নিক বিক্রিয়ার  সাম্যাবস্থায়  যে পরিমাণ বিক্রিয়ক সম্মুখবর্তী বিক্রিয়ায় উৎপাদে পরিণত হয়,পশ্চাৎমুখী বিক্রিয়ায় উৎপাদ থেকে ঠিক সেই পরিমাণ বিক্রিয়ক উৎপন্ন হয় । কাজেই সাম্যাবস্থায় বাহ্যিকভাবে মনে হয় বিক্রিয়াটি বুঝি থেমে গেছে, কিন্তু বাস্তবে তখনও সেটি চলতে থাকে । এই জন্য রাসায়নিক সাম্যাবস্থাকে গতিময় বা গতিশীল বা চলমান সাম্যাবস্থা বলা হয় ।

Leave a Comment

error: Content is protected !!