গাঢ় সালফিউরিক এসিড(H2SO4) এর ভৌত ধর্ম ব্যাখ্যা কর।

গাঢ় সালফিউরিক এসিড এর  ভৌত ধর্ম :

সালফার ট্রাই-অক্সাইড (SO3) গ্যাস পানিতে দ্রবীভূত হয়ে সালফিউরিক এসিড উৎপন্ন হয়। যদি কম পরিমাণ পানিতে অধিক পরিমাণ SO3 গ্যাস দ্রবীভূত করা হয় তবে গাঢ় সালফিউরিক এসিড (H2SO4) তৈরি হয়।

SO3 + H2O → H2SO4

সাধারণত গাঢ় সালফিউরিক এসিডে ভরের অনুপাতে 98% সালফিউরিক এসিড থাকে ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!