প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে? ব্যাখ্যা করো ।

প্রতিস্থাপন বিক্রিয়া:

কোনাে অধিক সক্রিয় মৌল বা যৌগমূলক অপর কোনাে কম সক্রিয় মৌল বা যৌগমূলককে প্রতিস্থাপন করে নতুন যৌগ উৎপন্ন করার প্রক্রিয়াকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। যেমন: জিংক ধাতু সালফিউরিক এসিডের হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে জিংক সালফেট ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এটি প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহারণ:

Zn(s)   + H2SO4(l)   →  ZnSO4(aq) + H2 (g)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!