বিয়ােজন বিক্রিয়া কাকে বলে? বিয়ােজন বিক্রিয়া বলতে কী বোঝ? বিয়ােজন বিক্রিয়া কী? ব্যাখ্যা করো ।

বিয়ােজন বিক্রিয়া:

যে বিক্রিয়ায় একটি যৌগ ভেঙে একাধিক যৌগ বা মৌলে পরিণত হয় তাকে বিয়ােজন বিক্রিয়া বলা হয়। যেমন: ফসফরাস পেন্টাক্লোরাইডকে তাপ দিলে তা বিয়ােজিত হয়ে ফসফরাস ট্রাইক্লোরাইড ও ক্লোরিন উৎপন্ন করে। এটি বিয়ােজন বিক্রিয়া।
PCl5 → PCl3 + Cl2
আবার, পানিকে তড়িৎ বিশ্লেষণ করলে একটি অণু ভেঙে দুটি অণুতে পরিণত হয়। অ্যানােডে অক্সিজেন গ্যাস ও ক্যাথােডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়।

2H2O [তড়িৎ বিশ্লেষণ ]➡️2H2 +O2
এটিও বিয়ােজন বিক্রিয়ার উদাহারণ ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!