বেকিং সােডার মধ্যে লেবুর রস ঢাললে কী ঘটবে? ব্যাখ্যা করাে।

বেকিং সােডার রাসায়নিক নাম হলো সােডিয়াম হাইড্রোজেন কার্বনেট। এর সংকেত হলাে NaHCO3 । লেবুর রসে থাকে সাইট্রিক এসিড(C6H8O7) । বেকিং সােডা লেবুর রসে বিদ্যমান এসিডের সাথে বিক্রিয়া করে সােডিয়াম সাইট্রেট লবণ, পানি ও কার্বন-ডাই অক্সাইড উৎপন্ন করে। এ সময় দ্রবণ থেকে তাপ শােষিত হয় বলে দ্রবণটি ঠাণ্ডা হয়ে যায়।

NaHCO3(aq) + H+(aq) (সাইট্রিক এসিড) + তাপ (দ্রবণ থেকে শােষিত) → Na+ লবণ (সােডিয়াম সাইট্রেট)(aq) + CO2(g) +  H2O (l)।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!