মনােমার কাকে বলে? মনােমার কী? মনােমার বলতে কী বোঝ?

মনােমার:

যে সরল ক্ষুদ্র অণুগুলি দিয়ে বৃহৎ পলিমার গঠিত হয় তাদের মনোমার (monomer-একক অংশ) বলে । অর্থাৎ পলিমারকরণ বিক্রিয়ায় বিক্রিয়কসমূহকে মনোমার বলে। অথবা 

যে সকল বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে পলিমার গঠন করে তাদেরকে মনোমার বলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!