লঘু এসিডের ধর্মসমূহ বা বৈশিষ্টসমূহ আলোচনা করো।

লঘু এসিডের ধর্মসমূহ বা বৈশিষ্টসমূহ  আলোচনা করা হলো।

(i) স্বাদ:

সকল লঘু এসিড টক স্বাদযুক্ত।

(ii) ক্ষয়কারী:

এসিডগুলাে ক্ষয়কারী পদার্থ হিসেবে পরিচিত। যেমন-এসিডের মধ্যে এক খণ্ড লােহার পাত রাখলে লােহার পাতটির পৃষ্ঠতল ক্ষয়ে ঝাঁঝরা হয়ে যায়।

(iii) লিটমাস পরীক্ষা:

এসিড নীল বর্ণের লিটমাসকে লাল বর্ণে পরিণত করে। 

(iv) সক্রিয় ধাতুর সাথে এসিডের বিক্রিয়া:

এসিড সক্রিয় ধাতুর (যেমন- K, Na, Mg ইত্যাদি) সাথে বিক্রিয়া করে সংশ্লিষ্ট ধাতুটির লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। যেমন- Mg ধাতু, সালফিউরিক এসিডের সাথে বিক্রিয়া করে MgSO4 এবং H2 গ্যাস উৎপন্ন করে। বিক্রিয়াটি হচ্ছে:     Mg + H2SO4 → MgSO4 + H2

(v) ধাতব কার্বনেটের সাথে লঘু এসিডের বিক্রিয়া:

লঘু এসিড ধাতব কার্বনেটের সাথে বিক্রিয়া করে লবণ, পানি ও কার্বন ডাই-অক্সাইড উৎপন্ন করে। যেমন- ক্যালসিয়াম কার্বনেটের সাথে লঘু HCl বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড লবণ, পানি আর কার্বন ডাই-অক্সাইড গ্যাস উৎপন্ন করে। এখানে CO2 গ্যাস বুদবুদ আকারে বেরিয়ে আসে। 

CaCO3 + 2HCl → CaCl2 + H2O + CO2

একইভাবে ধাতব কার্বনেটগুলাে লঘু সালফিউরিক এসিড কিংবা লঘু নাইট্রিক এসিডের সাথে একই ধরনের বিক্রিয়া করে সালফেট লবণ বা নাইট্রেট লবণ, পানি ও কার্বন ডাই-অক্সাইড উৎপন্ন করে|

 Na2CO3 + H2SO4 → Na2SO4 + H2O + CO2 

CaCO3 + 2HNO3 → Ca(NO3)2 + H2O + CO2

(vi) ধাতব বাইকার্বনেটের সাথে লঘু এসিডের বিক্রিয়া:

ধাতব হাইড্রোজেন কার্বনেট বা ধাতব বাইকার্বনেটগুলােও লঘু এসিডের সাথে বিক্রিয়া করে লবণ, পানি এবং কার্বন ডাই-অক্সাইড উৎপন্ন করে। যেমন:

Ca(HCO3)2 + 2HCl → CaCl2 + H2O + CO2

2NaHCO3 + H2SO4 → Na2SO4 + 2H2O + 2CO2

NaHCO3 + HNO3 → NaNO3 + H2O + CO2 

(vii) ধাতুর হাইড্রোক্সাইডের (ক্ষারের) সাথে এসিডের বিক্রিয়া:

ধাতুর হাইড্রোক্সাইড তথা ক্ষারের সাথে এসিড বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে। এটি একটি প্রশমন বিক্রিয়া। যেমন- লঘু NaOH দ্রবণে ধীরে ধীরে লঘু HCl দ্রবণ যােগ করলে NaCl (লবণ) এবং পানি উৎপন্ন হয়।   NaOH + HCl → NaCl + H2O

(viii) ধাতুর অক্সাইডের সাথে এসিডের বিক্রিয়া:

ধাতুর অক্সাইডের সাথে এসিড বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে। ধাতুর অক্সাইডগুলাে সাধারণত ক্ষারীয় প্রকৃতির হয়। তাই এই ক্ষেত্রেও বিক্রিয়াটি প্রশমন প্রকৃতির হয়।

CaO + 2HCl → CaCl2 + H2O

একইভাবে লঘু সালফিউরিক এসিডের সাথে কপার অক্সাইড বিক্রিয়ায় কপার সালফেট ও পানি উৎপন্ন হয় ।

H2SO4 + CuO → CuSO4 + H2O

কিংবা লঘু নাইট্রিক এসিডের সাথে ক্যালসিয়াম অক্সাইড বিক্রিয়া করে ক্যালসিয়াম নাইট্রেট এবং পানি উৎপন্ন করে। 

2HNO3 + CaO → Ca(NO3)2 + H2O

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!