শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে কীভাবে শক্তি উৎপাদন হয়?

শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপাদন:

আমাদের শরীরের প্রতিটি কোষে শ্বসন প্রক্রিয়া সাধিত হয়। শ্বসনে মূলত গ্লুকোজ (C6H12O6) অণু অক্সিজেন দ্বারা জারিত হয়ে (O2 এর সাথে বিক্রিয়া করে) কার্বন ডাই-অক্সাইড (CO2), পানি (H2O) ও শক্তি উৎপন্ন করে।।

C6H12O6 + 6O2 → 6CO2+ 6H2O + শক্তি

এভাবে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপাদন হয় ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!