অধাতু হওয়া সত্ত্বেও হাইড্রোজেনকে সক্রিয়তা সিরিজে রাখা হয়েছে কেন?

যদিও হাইড্রোজেন ধাতু নয়, তথাপি ইহা এসিডসমূহে ধনাত্বক অংশ হিসেবে থাকে। এ কারণে হাইড্রোজেনকে সক্রিয়তা সিরিজে স্থান দেওয়া হয়েছে। এ সিরিজ হতে সহজে বুঝা যায় যে, হাইড্রোজেনের উপরে যে সকল ধাতু আছে তারা বিভিন্ন এসিড় হতে হাইড্রোজেনকে অপসারণ বা প্রতিস্থাপন করতে পারবে কিন্তু এ সিরিজে  হাইড্রোজেনের নিচের ধাতুসমূহ তা করতে পারে না।

Zn + H2SO4(aq) → ZnSO4 + H2

Cu + H2SO4(aq) → বিক্রিয়া ঘটে না

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!