- ব্যাপনের ক্ষেত্রে চাপের প্রভাব নেই |
 
- ব্যাপনের ক্ষেত্রে কোনাে কঠিন, তরল বা গ্যাসীয় পদার্থ উপযুক্ত মাধ্যমে সবদিকে ছড়িয়ে পড়ে |
 
- ইহা একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া।
 
- এই প্রক্রিয়ায় পদার্থের কণাগুলো সমানভাবে ছড়িয়ে ।
 
- ইহা দীর্ঘ সময় স্থায়ী হয়।
 
- ইহা একটি ধীর প্রক্রিয়া।