| ব্যাপন | 
নিঃসরণ | 
| ১.কোনাে মাধ্যমে কঠিন, তরল ও বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। | 
২.সরু ছিদ্রপথে কোনাে গ্যাসের অণুসমূহের উচ্চ চাপের স্থান থেকে নিম্নচাপের স্থানের দিকে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলে। | 
| ২.ব্যাপনের ক্ষেত্রে চাপের প্রভাব নেই | | 
২.নিঃসরণের ক্ষেত্রে চাপের প্রভাব আছে | | 
| ৩.ব্যাপনের ক্ষেত্রে কোনাে কঠিন, তরল বা গ্যাসীয় পদার্থ উপযুক্ত মাধ্যমে সবদিকে ছড়িয়ে পড়ে | | 
৩.নিঃসরণের ক্ষেত্রে কেবল গ্যাসীয় পদার্থ গ্যাসীয় মাধ্যমে সরু ছিদ্রপথ দিয়ে সজোরে পাত্র থেকে বের হয়ে আসে। | 
| ৪.ইহা একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া।  | 
৪.ইহা একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া নয় । | 
| ৫. ইহা দীর্ঘ সময় স্থায়ী হয়। | 
৫. ইহা স্বল্প সময় স্থায়ী হয়। | 
| ৬. ইহা একটি ধীর প্রক্রিয়া। | 
৬. ইহা একটি দ্রুত প্রক্রিয়া। | 
 
		
		
			 
 
	
	         
 Visit the following posts and know more information.