স্ফুটন ও ঘনীভবন এর মধ্যে পার্থক্য নিম্নরূপ :
| স্ফুটন | ঘনীভবন | 
| ১.তাপ প্রয়ােগ করে তরলকে গ্যাসে রূপান্তর করার প্রক্রিয়াকে স্ফুটন বলে। | ১. তাপ সরিয়ে নিয়ে কোনো গ্যাসকে তরলে রূপান্তরিত করার প্রক্রিয়াকে ঘনীভবন বলে। | 
| ২. এই প্রক্রিয়ায় তাপ প্রদান করতে হয় । | ২. এই প্রক্রিয়ায় তাপ হ্রাস করতে হয় । | 
| ৩. স্ফুটনে তরল গ্যাসে রূপান্তর হয় । | ৩.ঘনীভবনে গ্যাস তরলে রূপান্তরিত হয় । |