একটি আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া অধঃক্ষেপণ বিক্রিয়া হিসেবে বিবেচিত হতে পারে-ব্যাখ্যা:
কোনাে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক হিসেবে পানি অন্য কোনাে যৌগের সাথে বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন করলে তাকে আর্দ্র বিশ্লেষণ বা পানি বিশ্লেষণ বিক্রিয়া বলে। আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়ায় অনেক সময় অস্বচ্ছ দ্রবণীয় যৌগ উৎপন্ন করে। সেক্ষেত্রে বিক্রিয়াটি অধঃক্ষেপণ হিসেবেও বিবেচিত হতে পারে। যেমন: AlCl3 ও H2O বিক্রিয়া করে Al(OH)3 ও HCl উৎপন্ন করে।
AlCl3(s) + 3H2O(l) → Al(OH)3(s) + 3HCl(aq)
বিক্রিয়াটিতে পানিতে উৎপন্ন HCl এর দ্রবণীয়তা বেশি। তাই HCl পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে। কিন্তু পানিতে Al(OH)3 এর দ্রবণীয়তা অত্যন্ত কম বলে তা বিক্রিয়ার পর পাত্রের তলায় অধঃক্ষেপ হিসেবে জমা হয়। সতরাং এটি অধঃক্ষেপণ বিক্রিয়া হিসেবেও বিবেচিত হয়।