মৌলের প্রতীক বা রাসায়নিক প্রতীক বা প্রতীক:
কোনাে মৌলের ইংরেজি বা ল্যাটিন পূর্ণনামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। যেমন – হাইড্রোজেন এর প্রতীক H, অক্সিজেন এর প্রতীক O, নাইট্রোজেন এর প্রতীক N ইত্যাদি ।
কোনাে মৌলের ইংরেজি বা ল্যাটিন পূর্ণনামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। যেমন – হাইড্রোজেন এর প্রতীক H, অক্সিজেন এর প্রতীক O, নাইট্রোজেন এর প্রতীক N ইত্যাদি ।
প্রতীক বলতে কি বুঝ actu answer plz……
Comment করার জন্য প্রথমেই তোমাকে ধন্যবাদ।
প্রতীক শব্দের অর্থ চিহ্ন বা নিদর্শন যার ইংরেজি শব্দ হলো Symbol. Symbol শব্দটি এসেছে গ্রিক শব্দ ‘সিম্বালেঈন’ থেকে যা একটি ক্রিয়াপদ। এই ক্রিয়া পদের বিশেষ্যরূপ হলো ‘সিম্বলোন’ যার অর্থ হলো চিহ্ন; প্রতীক; টোকেন বা নিদর্শন ইত্যাদি। Symbol শব্দটি synonym হলো sign, emblem, token, mark, indication, logo, monogram ইত্যাদি। আরো বিস্তারিত জানতে প্রতীক লেখাটির উপর ক্লিক করো।
তবে রসায়নে প্রতীক বলতে মূলত মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে বুঝায়। যেমন: সোডিয়াম এর প্রতীক Na. ক্যালসিয়াম এর প্রতীক Ca ইত্যাদি। এখান থেকে মৌলের প্রতীক লেখার নিয়ন দেখা নিতে পারো।
এছাড়া মৌলের প্রতীক দ্বারা কী কী বুঝায় তাও পড়ে নিতে পারো।