মৌলের প্রতীক লেখার নিয়মাবলী বর্ণনা করো।

প্রত্যেকটি মৌলকে সংক্ষেপে প্রকাশ করতে তাদের আলাদা আলাদা প্রতীক ব্যবহার করা হয়। মৌলের প্রতীক লিখতে কিছু নিয়ম অনুসরণ করতে হয়। নিয়মগুলো নিচে বর্ণনা করা হলো ।

(a) মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়ে প্রতীক লেখা হয় এবং তা ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। যেমন-

মৌল ইংরেজি নাম প্রতীক
হাইড্রোজেন Hydrogen H
অক্সিজেন Oxygen O
নাইট্রোজেন Nitrogen N

(b) যদি দুই বা দুইয়ের অধিক মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর একই হয় তবে একটি মৌলকে নামের প্রথম অক্ষর (ইংরেজি বর্ণমালার বড় হাতের) দিয়ে প্রকাশ করা হয়। অন্যগুলাের ক্ষেত্রে প্রতীকটি দুই অক্ষরে লেখা হয়। এক্ষেত্রে নামের প্রথম অক্ষরটি ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর এবং নামের অন্য একটি অক্ষর ছােট হাতের অক্ষর দিয়ে লেখা হয়। যেমন-

মৌল ইংরেজি নাম প্রতীক
কার্বন Carbon C
ক্লোরিন Chlorine Cl
ক্যালসিয়াম Calcium Ca
কোবাল্ট Cobalt Co
ক্যাডমিয়াম Cadmium Cd
ক্রোমিয়াম Chromium Cr

(c) কিছু মৌলের প্রতীক তাদের ল্যাটিন নাম থেকে নেওয়া হয় ।

যেমন-

মৌল ল্যাটিন নাম প্রতীক
সােডিয়াম Natrium Na
কপার Cuprum Cu
পটাশিয়াম Kalium K
সিলভার Argentum Ag
টিন Stannum Sn
এন্টিমনি stibium Sb
গোল্ড  Aurum Au
লেড Plumbum Pb
টাংস্টেন Wolfram W
আয়রন Ferrum Fe
মারকারি Hydrurgyrum Hg

Leave a Comment

error: Content is protected !!