খনিজমল বা গ্যাং কাকে বলে?

খনিতে আকরিকের সাথে বালি, কাদামাটি, পাথর ও কতিপয় অধাতব পদার্থ অপদ্রব্য বা ভেজাল  মিশ্রিত থাকে। আকরিকের সাথে মিশ্রিত থাকা এসব পদার্থকে অপদ্রব্য বা খনিজমল বলে। যেমন—বক্সাইট আকরিককে খনি থেকে তােলার সময় বক্সাইট আকরিকের সাথে খনিজমল হিসেবে বালি মিশ্রিত থাকে।

Leave a Comment

error: Content is protected !!