কোন ক্ষেত্রে ফেনা ভাসমান পদ্ধতি ব্যবহার করা হয় এবং কেন ? পদ্ধতিটি বর্ণনা করো ।

সাধারণত সালফাইড আকরিকগুলাের ক্ষেত্রে  ফেনা ভাসমান পদ্ধতি  ব্যবহার করা হয়। একটি বড় ট্যাংকে আকরিক নিয়ে এর মধ্যে পানি দেওয়া হয়, তারপর এর মধ্যে অল্প অল্প করে তেল যােগ করা হয়। এরপর এই মিশ্রণের মধ্যে বায়ুপ্রবাহ চালনা করলে সালফাইড আকরিকগুলাে তেলে দ্রবীভূত হয় এবং ফেনার আকারে ভেসে উঠে। ফেনাসহ আকরিক পৃথক করে নেওয়া হয় এবং খনিজমল পাত্রের তলায় পড়ে থাকে।

Leave a Comment

error: Content is protected !!