মোলের ধারণা ও রাসায়নিক গণনা সম্পর্কিত সেরা গাণিতিক সমস্যা ও ম্যাজিক সমাধান

১.

N2(g) +3 H2(g) = 2NH3(g) ; ΔH=-92 KJ/mol

50g N2  ও 20g H2  বিক্রিয়া করানো হলে উদ্দীপকের  বিক্রিয়ায় লিমিটিং বিক্রিয়ক কোনটি ? গাণিতিকভাবে বিশ্লেষণ কর ।

২.

কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন দ্বারা গঠিত একটি যৌগে C=40%, H=6.67% বিদ্যমান। যৌগটির আণবিক ভর 180 ।

 ক ) যৌগটির আণবিক সংকেত নির্ণয় কর ।

 খ ) যৌগটির 2.75 লিটার 0.25 M দ্রবণ প্রস্তুতি গাণিতিকভাবে বিশ্লেষণ কর ।

 ৩.

A দ্রবণের আয়তন 30 mL এবং এতে 1.68g KOH আছে । অপরদিকে B  দ্রবণের আয়তন 40 mL এবং এতে 2.25g HNO3 আছে ।

ক ) A দ্রবণের মোলারিটি নির্ণয় কর ।

খ ) দ্রবণ A ও দ্রবণ B এর মিশ্রণ কোন প্রকৃতির ? গাণিতিকভাবে বিশ্লেষণ কর ।

৪.

A পাত্রের দ্রবণের মোলারিটি 0.75M  এবং এতে 250 mL H2SO4  দ্রবণ বিদ্যমান । অপরদিকে B  পাত্রের দ্রবণের মোলারিটি 0.6M  এবং এতে 250 mL NaOH দ্রবণ বিদ্যমান । 

ক ) A পাত্রে 10g Zn যোগ করলে কত গ্রাম লবণ উৎপন্ন হবে ? নির্ণয় কর ।

খ ) দ্রবণ -A ও দ্রবণ B এর মিশ্রণ কোন প্রকৃতির ? গাণিতিকভাবে বিশ্লেষণ কর ।

৫.

মোলের ধারণা ও রাসায়নিক গণনা

ক ) উদ্দীপকের  যৌগের মোলারিটি নির্ণয় কর।

খ ) উদ্দীপকের দ্রবণে 0.6 মোল  HCl যোগ করলে কোনটি লিমিটিং বিক্রিয়ক হবে ? গাণিতিকভাবে বিশ্লেষণ কর ।

৬.

গ্যাসের আয়তন নির্ণয়

ক ) বিকার -A  তে  10g Zn যোগ করলে উৎপাদিত গ্যাসের আয়তন S.T.P তে কত হবে ?

খ ) উদ্দিপকের বিকার দুটির দ্রবণ মিশ্রিত করলে দ্রবণের প্রকৃতি কেমন হবে ? বিশ্লেষণ কর ।

৭.

CaO    +    A →    CaCO3  (এখানে A প্রকৃত সংকেত নয়)

ক ) বিক্রিয়াটিতে ব্যবহৃত চুনের মোল সংখ্যা কত ?

 ৮. 

 Pb (NO3)2 →  PbO + y+O2

ক )  60g বিক্রিয়ক থেকে কত আয়তনের O2  পাওয়া যাবে বিক্রিয়াটির আলোকে নির্ণয় কর ? (Pb এর পারমাণবিক ভর 207)

৯.

একটি মৌলের পারমাণবিক সংখ্যা 12  ও অপর একটি মৌলের পারমাণবিক সংখ্যা 17  হলে তাদের দ্বারা গঠিত যৌগের  1g  এ পরমাণুর সংখ্যা নির্ণয় কর ।

১০.

দল  দ্রব  দ্রবের ভর(g) দ্রবণের আয়তন (L) দ্রবণের প্রত্যাশিত ঘনমাত্রা(M)
প্রথম Na2CO3 39 1.5 0.26
দ্বিতীয় CaCl2 67 1.2 0.50

ক. দ্বিতীয় দলের গৃহীত দ্রবের জলীয় দ্রবণের প্রকৃতি সমীকরণসহ বর্ণনা কর।

খ. কোন দল প্রত্যাশিত ঘনমাত্রার দ্রবণ প্রস্তুত করতে পারবে- গাণিতিকভাবে বিশ্লেষণ কর।

১১.

একজন শিক্ষক তার শিক্ষার্থীদেরকে পটাশিয়াম কার্বনেট ও পাতিত পানি দিয়ে 250mL 0.1M দ্রবণ তৈরি করতে নির্দেশ দিলেন।

ক. উদ্দীপকের প্রস্তুতকৃত দ্রবণটিতে দ্রবের পরিমাণ নির্ণয় কর।

১২.

মৌল  যোজনী স্তরের ইলেক্ট্রন বিন্যাস 
A 3s2
B 2s22p4
C 1s1
D 2s2 2p5

ক.A ও B দ্বারা গঠিত যৌগের এক গ্রামে পরমাণু সংখ্যা নির্ণয় কর। 

১৩.

স্বচ্ছ সিলিন্ডারে মিথাইল ক্লোরাইড ও ক্লোরিন গ্যাসের মিশ্রণ মৃদু সূর্যালােকের উপস্থিতিতে একাধিক জৈব যৌগ উৎপন্ন হয়। সিলিন্ডারটি ছিদ্র করলে গ্যাসগুলাে পর্যায়ক্রমে বের হয়।

ক. সর্বপ্রথম বের হয়ে যাওয়া উৎপাদ গ্যাসটির শতকরা সংযুতি  নির্ণয় কর। 

১৪. 

50g অ্যামােনিয়াম ক্লোরাইড ও 50g ক্যালসিয়াম অক্সাইড সম্পূর্ণরূপে বিক্রিয়া করে একটি গ্যাস উৎপন্ন করে।

ক. উৎপন্ন গ্যাসটি সম্পূর্ণরূপে একটি লিটার পানিতে দ্রবীভূত করলে দ্রবণটির মােলারিটি হিসাব কর ।

4 thoughts on “মোলের ধারণা ও রাসায়নিক গণনা সম্পর্কিত সেরা গাণিতিক সমস্যা ও ম্যাজিক সমাধান”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!