লিমিটিং বিক্রিয়ক কাকে বলে? লিমিটিং বিক্রিয়ক কী? লিমিটিং বিক্রিয়ক বলতেকী বোঝ ?

লিমিটিং বিক্রিয়ক:

রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়ক বিক্রিয়া করে শেষ হয়ে যায় (অর্থাৎ যে বিক্রিয়ক অবশিষ্ট থাকে না) সেই বিক্রিয়ককে লিমিটিং বিক্রিয়ক বলে।যেমন 

4টি ম্যাগনেসিয়াম ধাতব পরমাণুর মধ্যে 4টি অক্সিজেন অণু মিশ্রিত করা হলাে।

2Mg(S)                                + O2(g)                                    = 2MgO(s)

2×6.023×1023 টি পরমাণু      6.023×1023 টি অণু         2×6.023×1023 টি  অণু  

 উপরের সমীকরণ থেকে দেখা যাচ্ছে যে প্রতি 2টি Mg ধাতব পরমাণু সাথে বিক্রিয়া করার জন্য প্রয়ােজন 1 টি O2 অণু। কাজেই 4টি Mg ধাতব পরমাণু সাথে বিক্রিয়া করার জন্য প্রয়ােজন 2টি O2অণু । কিন্তু বিক্রিয়ার জন্য দেওয়া আছে 4টি O2 কিন্তু বিক্রিয়া করেছে 2টি O2 । এখনাে বিক্রিয়া পাত্রে উদ্বৃত্ত থেকে গেছে (4 – 2) = 2টি O2 অণু। এখানে ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে শেষ হয়ে গেছে কাজেই ম্যাগনেসিয়াম লিমিটিং বিক্রিয়ক।

Leave a Comment

error: Content is protected !!