দহন বিক্রিয়া জারণ-বিজারণ বিক্রিয়ার অন্তর্ভুক্ত -ব্যাখ্যা করো । দহন বিক্রিয়া একটি রেডক্স বিক্রিয়া ব্যাখ্যা করো।

দহন বিক্রিয়া জারণ-বিজারণ বিক্রিয়ার অন্তর্ভুক্ত:

যে রাসায়নিক বিক্রিয়ায বিক্রিয়কসমূহের মধ্যে ইলেকট্রনের আদান-প্রদান ঘটে অর্থাৎ একটি বিক্রিয়ক ইলেকট্রন ত্যাগ করে এবং অপর বিক্রিয়কটি সেই ইলেকট্রনকে গ্রহণ করে তাকে রেডক্স বিক্রিয়া বলে । দহন বিক্রিয়া জারণ-বিজারণ বিক্রিয়ার অন্তর্ভুক্ত । কারণ দহন বিক্রিয়ার প্রতিক্ষেত্রেই অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করে অপর যৌগ বা মৌল ইলেকট্রন ত্যাগ করে। যেমন: ম্যাগনেসিয়ামকে দহন করলে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয় ।      2Mg + O2 = 2MgO এটি দহন বিক্রিয়ার উদাহরণ।

এখানে বিজারক পদার্থ Mg তার বাইরের শেলের 2 টি ইলেকট্রন ত্যাগ করে জারণ অর্ধবিক্রিয়া সম্পন্ন করেছে। অপরদিকে বিজারক Mg যে ইলেকট্রন ত্যাগ করেছে, জারক পদার্থ O সেই ইলেকট্রনকে গ্রহণ করে বিজারণ অর্ধবিক্রিয়া সম্পন্ন করেছে।

জারণ অর্ধবিক্রিয়া   2Mg0 → 2Mg2+ + 4e

বিজারণ অর্ধবিক্রিয়া   2O0 + 4e →2O2-

এই দুই অর্ধ-বিক্রিয়াকে যােগ করলে জারণ-বিজারণ বিক্রিয়া পাওয়া যায়।

জারণ-বিজারণ বিক্রিয়া: 2Mg0 + O20 →2Mg2++2O2  =2MgO

সুতরাং দহন বিক্রিয়া জারণ-বিজারণ বিক্রিয়ার অন্তর্ভুক্ত।

 

জারণ বিক্রিয়ার সংজ্ঞা ও ব্যাখ্যা 

বিজারণ বিক্রিয়ার সংজ্ঞা ও ব্যাখ্যা 

Leave a Comment

error: Content is protected !!