মরিচার সংকেত কি

মরিচার সংকেত কি । মরিচার রাসায়নিক সংকেত কি

মরিচার সংকেত কি? বা লোহার মরিচার সংকেত কী? এটা একটি কমন প্রশ্ন। এছাড়া আপনি হয়তো জানতে চান মরিচা কি? মরিচার সংকেত, মরিচা সংকেত, লোহার মরিচার সংকেত, মরিচার রাসায়নিক সংকেত কি,মরিচার রাসায়নিক নাম ও সংকেত ইত্যাদি । এই অংশে আমি মরিচ কি অথবা মরিচ কাকে বলে অথবা লোহায় মরিচা পড়ে কেন ইত্যাদি বিষয় আলোচনা করবো ।

মরিচার সংকেত = Fe2O3.nH2O

মরিচা সংকেত = Fe2O3.nH2O

লোহার মরিচার সংকেত= Fe2O3.nH2O

মরিচার রাসায়নিক সংকেত =Fe2O3.nH2O

এখানে n=1, 2, 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা । এটি ফেরিক অক্সাইড দ্বারা শোষিত পানির মোল সংখ্যা বুঝায়।

লোহার মরিচার রাসায়নিক নাম ও সংকেত :

মরিচার রাসায়নিক নাম ও সংকেত = আর্দ্র ফেরিক অক্সাইড বা সোদক ফেরিক অক্সাইড বা পানিযুক্ত আয়রন(III) অক্সাইড বা ফেরোসোফেরিক অক্সাইড বা পানিযুক্ত ফেরিক অক্সাইড বা হাইড্রেটেড আয়রন অক্সাইড। সংকেত( Fe2O3.nH2O)

লোহার মরিচা যেভাবে তৈরি হয় (মরিচার সংকেতসহ):

লোহাকে যখন আর্দ্র বাতাসে ফেলে রাখা হয় অথবা লোহা যখন আর্দ্র বাতাসের সংস্পর্শে আসে তখন লোহা বাতাসের জলীয় বাস্প ও অক্সিজেনের সাথে বিক্রিয়া করে লোহার উপর আর্দ্র ফেরিক অক্সাইড এর একটি প্রলেপ উৎপন্ন করে। এটি দেখতে লালচে বাদামী।এই লালচে বাদামী প্রলেপটি মরিচা নামে পরিচিত।  মরিচা (Fe2O3.nH2O)ঝাঁঝরা জাতীয় পদার্থ।

সংকেত সহ মরিচার তৈরির রাসায়নিক বিক্রিয়া:

মরিচা উৎপন্ন হওয়ার বিক্রিয়াটিকে আমরা নিম্ন লিখিতভাবে প্রকাশ করতে পারি।

লোহা + অক্সিজেন + জলীয় বাষ্প = মরিচা

2Fe + 1.5O2 + 3H2O → 2Fe(OH)3

2Fe(OH)3        →     Fe2O3 .nH2O

আশা করি এই আর্টিকেলটি পড়ার পর মরিচার সংকেত কি বা মরিচা সমন্ধে প্রাথমিক ধারণা ক্লিয়ার হবে । তারপরও যদি কারো কোনো প্রশ্ন থাকে তবে কমেন্ট অপশনে লিখে করুন । আশা করি উত্তর পাবেন ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!