আতশবাজিতে কীভাবে শক্তির রূপান্তর ঘটে ?

আতশবাজিতে কীভাবে শক্তির রূপান্তর:

আতশবাজি থেকে আলাে, শব্দ যান্ত্রিক শক্তি (গতিশক্তি) পাওয়া যায়। আতশবাজির মাঝে যে রাসায়নিক পদার্থগুলাে থাকে তাদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটে আর রাসায়নিক শক্তি থেকে আলাে, শব্দ ও যান্ত্রিক শক্তি পাওয়া যায়। অর্থাৎ আতশবাজি (রাসায়নিক শক্তি)→আলাে +  শব্দ + যান্ত্রিক শক্তি 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!