আন্তঃআণবিক শক্তি কাকে বলে? আন্তঃআণবিক শক্তি কী? আন্তঃআণবিক শক্তি বলতে কী বোঝ?

আন্তঃআণবিক শক্তি:

সমযােজী যৌগের অণুসমূহ একে অপরের সাথে যে আকর্ষণ শক্তির মাধ্যমে যুক্ত থাকে তাকে আন্তঃআণবিক শক্তি (Intermolecular Energy) বলা হয়। যেমন; পানি একটি সমযােজী যৌগ। একটি পানির অণুর সাথে আশপাশের অন্যান্য পানির অণুসমূহ আন্তঃআণবিক আকর্ষণ শক্তির মাধ্যমে যুক্ত থাকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!