কীভাবে কোনো অণুর আণবিক ভর বের করা হয় ? আণবিক ভর হিসাব

অণুর আণবিক ভর বের করার পদ্ধতি:

কোনাে অণুতে বিদ্যমান সকল পরমাণুর পারমাণবিক ভর যােগ করলে ঐ অণুর আণবিক ভর পাওয়া যায়।

যেমন: Cl2 অণুতে Cl পরমাণু আছে 2টি।

        অতএব, Cl2 এর আণবিক ভর = 2 x Cl এর পারমাণবিক ভর = 2 x 35.5 = 7

আবার,

NaCl অণুতে Na পরমাণু আছে 1টি এবং Cl পরমাণু আছে 1 টি।

        অতএব, NaCl এর আণবিক ভর = Na এর পারমাণবিক ভর + Cl এর পারমাণবিক ভর

                                                            = 23 + 35.5 = 58.5

আবার,

CuSO4.5H2O তে Cu আছে 1টি, S আছে 1টি, O আছে 9টি এবং H আছে 10টি

         অতএব, CuSO4.5H2O এর আণবিক ভর = 1 x Cu এর পারমাণবিক ভর + 1 x S এর

পারমাণবিক ভর + 9x O এর পারমাণবিক ভর + 10 x H এর পারমাণবিক ভর

                                                = 1 x 63.5 + 1 x 32 + 9 x 16 + 10 x 1

                                                = 249.5 47

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!